আমরা হয়তো অনেকে জানি। যারা যানেন না তাদের জন্য লিখছি। কম্পিউটার চালু করার সাথে সাথে অনেক অপ্রয়োজনিয় প্রোগ্রাম চালু হয় যার কারনে কম্পিটার পুরোপুরি রান হতে সময় লাগে। যদি অপ্রয়োজনিয় প্রগ্রামগুলো বাদ দিতে চাই তাহলে শিখে নিন কিভাবে করবেন।
স্টার্ট মেনুতে ক্লিক করে টাইপ করুন system configuration ডায়ালগ বক্স আসবে। Startup টেবে ক্লিক করুন। যেগুলোর প্রোয়োজন নাই সেগুলোর উপর থেকে টিক তুলে দিন। Apply তারপর Ok বাটনে ক্লিক করুন। কাজ শেষ। ভিডিও শেয়ার করলাম দেখতে পারেন। ভালো লাগলে পরে আরো এরকম পোষ্ট লিখব কমেন্টস করবেন। আমার একটা ব্লগ আছে সেখানে দেখতে পারেন আইটি প্রবলেম সোল্ভ । প্রগ্রাম বন্ধ করতে ইউ টিউব ভিডিও।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন