• Breaking News

    Md Shaikul Islam

    Recent

    বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০১৭

    WhatsApp থেকে ডিলেট হওয়া মেসেজে কিভাবে ফিরিয়ে আনবেন

    হোয়াটসঅ্যাপ এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে। আমরা সবাই মোটামটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকি এবং আমাদের দৈনন্দিন যোগাযোগে হোয়াটসঅ্যাপ একটি বিশাল মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। কিন্তু হোয়াটসাপ এ কিছু লুকানো জিনিস আছে যা অধিকাংশ লোক জানে না। সো আজকে এইরকমই একটি অজানা জিনিস শেয়ার করবো যে কিভাবে হোয়াটসআপ থেকে ডিলেট হওয়া মেসেজে ফিরিয়ে আনবেন।
    হোয়াটসঅ্যাপ থেকে চ্যাট ডিলেট হয়ে গেছে এমন ঘটনা বিরল নয়. এটা আমাদের সঙ্গে বেশিরভাগ সময়ই ঘটে। আমরা আমাদের হোয়াটস্যাপ থেকে দুর্ঘটনাবসত বা মনের ভুলে গুরুত্বপূর্ণ মেসেজে ডিলিট করে ফেলি। কিন্তু এই মেসেজে যে রিকোভারি করা যায় সে সম্পর্কে অনেকে জানিনা বা জানলেও সিস্টেম জানিনা। আজকের টিউনটি শুধু তাদের জন্য যারা এগুলো সম্পর্কে জানেনা। এর জন্য কোনো এপপ্স দরকার নেই এবং আপনার মোবাইল রুট ও করতে হবেনা। শুধু আপনাকে ট্রিকসটি জানতে হবে।
    বন্ধুরা, আরো সহজ করার জন্য যাতে ট্রিকসটি ভালোভাবে বুঝতে পারেন তাই এটার উপর ছোট্ট একটি ভিডিও বানিয়েছি আশাকরি ভিডিও দেখে ভালো মতো বুঝতে পারবেন। তারপরও যদি কোন বিষয় বুঝতে সমস্যা হয় অবশই টিউমেন্ট করে জানাবেন।আপ্রাণ চেষ্টা করবো সে বিষয়ে আপনাকে সহযোগিতা করতে ধন্যবাদ সবাইকে।

    কোন মন্তব্য নেই :

    একটি মন্তব্য পোস্ট করুন

    Fashion

    Beauty

    Travel