আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আসা করছি ভালই আছেন। আজকে আমি আপনাদের একটা দারুন অ্যাপ শেয়ার করব। যেটার মধ্যমে আপনি একটি মোবাইল এ দুইটা Facebook, WhatsApp, Imo, Viber, Skype অ্যাকাউন্ট ব্যবহার/তৈরি করতে পারবেন।
তো চলুন দেখি কিভাবে একটা মোবাইল এ দুইটা অ্যাকাউন্ট ব্যবহার/তৈরি করবঃ এই জন্য প্রথমে আমরা গুগল প্লে স্টোর এ যাব এবং search box এ লিখব Parallel Space, এরপর প্রথম এ যে অ্যাপটি আসবে সেটা ইন্সটল করে ফেলব। (নিচের Screenshot টি দেখুন)
অ্যাপটি ইন্সটল করার পর ওপেন করবেন। ওপেন হওয়ার পর আপনি দেখতে পাবেন যে সব অ্যাপ গুলাতে অ্যাকাউন্ট করার যাই সে অ্যাপ গুলা চলে আসবে। এখন আপনি যে অ্যাপটি তে আরও একটি অ্যাকাউন্ট করতে চান। সে অ্যাপটির অপুর ক্লিক করুন। ক্লিক করার পর, অ্যাপটি যখন ইন্সটল করার পর ওপেন করেন তখন যেমন আসে, ঠিক সে রকম আসবে। এরপর আপনি সে অ্যাপটিতে নতুন অ্যাকাউন্ট খুলতে পারবেন।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন