আসসালামুয়ালাইকুম।আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন।
ছোটবেলা থেকেই টেকনোলজির উপর একটা দুরবলতা থাকার কারনে এই ওয়েবসাইট এর খজ শুরু হয়। একদিন পেয়ে ও যাই। এখান থেকে অনেক কিছু শিখেছি। আজকে ভাব্লাম আপনাদের কাছে মনের কিছু ভাব তুলে ধরি।
প্রথমত টাইটেল এর প্রথম বিষয় ইউটিউব এর ভিউ তো ভিউ কমিউনিটি সম্পর্কে। তার জন্য জানতে হবে ভিউ টু ভিউ কি?
ধরা যাক বাংলাদেশ এ ১০ হাজার ইউটিউব চ্যানেল আছে যাদের ২০% মোটামুটি ভাবে মাসে ভাল মাপের টাকা পায়। বাঁকি ৮০% মানুষ কি করছে তা কি কখনো ভেবে দেখেছেন?
তারা কেও ভুল Title দিয়ে ভিডিও আপলোড করছে, অথবা বিভিন্ন ওয়েবসাইট এ বিভিন্ন ভাবে প্রতারনা করে নিজের দিকে Traffic নিচ্ছে। কিন্তু এভাবে আর প্রতারনা কত দিন?
আমি চাচ্ছি সামাজিক মাধ্যমে আমরা এমন একটা কমিউনিটি গরি যেটায় আমি আপনার প্রতি আপলোড ভিউ করব। এতে ১ মিনিট সময় লাগে বা তার ও কম। তার বিনিময়ে আপনি আমার Content এ ভিজিট করবেন।আর কে আমার টায় ভিজিট করল তার প্রমান হিসেবে একটা ছোট টিউমেন্ট করা যেতে পারে।
এই বিষয় তা অনেক দিন যাবত মাথায় ঘুরছে। তাই আপনাদের মতামত আশা করছি।
এখন আশা যাক ২ নম্বর বিষয়ে। আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেল খুলেছি। যার মুল লক্ষ হল টেকনোলজি সম্পর্কে সবাই কে হালনাগাদ করা। আমি আপনাদের আমার চ্যানেল এর লিংক দিয়ে আমি traffic নিব না। ভিডিও এর বিষয় গুলো এখনে দিয়ে দিচ্ছি।
1. ROCKET BOOK WAVE
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন